আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ উপলক্ষে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন মুসল্লিরা। ইজতেমা নির্বিঘ্ন করতে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ইজতেমা ময়দানের স্বেচ্ছাসেবী মাওলানা মিরাজ রহমান জানান, ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা মূলত আগামীকাল শুক্রবার শুরু হবে। তবে ইজতেমার ময়দানে মুসল্লিরা হাজির হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেল থেকেই মুরব্বিরা বয়ান করবেন।
ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে দলে দলে ইজতেমা মাঠে যোগ দিচ্ছেন মুসল্লিরা। ৬৪টি জেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবারও অংশ নেবেন অনেকে। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য ৯২টি খিত্তা তৈরির পাশাপাশি অন্যান্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, গতবারের মতো এবারও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইজতেমা ময়দান ও এর আশপাশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারির জন্য এবারও থাকছে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামরা।
আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরই আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ১২ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে অংশ নেবেন মাওলানা জোবায়ের অনুসারীরা। এরপর ৪ দিন বিরতি দিয়ে আগামী ১৭ জানুয়ারি শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।